সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের যোবায়েদা ভিলায় রাজীব স্মৃতি গ্রন্থাগার অবস্থিত। এ গ্রন্থাগারের প্রতিষ্ঠাকাল ১১ মে ২০০৭। প্রতিষ্ঠাতা শিকড় সন্ধানী প্রকাশনা ‘আনোয়ারা’ সম্পাদক ও শিকড় সন্ধানী লেখক আব্দুর রশীদ লুলু। আনোয়ারা হোমিও হল ও আনোয়ারা ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত এই গ্রন্থাগারে জ্ঞানের বিভিন্ন শাখার পাঁচ সহস্রাধিক বই রয়েছে।
এখানে বিচিত্র বই এর পাশাপাশি জ্ঞানমূলক ও গবেষণাধর্মী বেশ কিছু বইও রয়েছে। এই গ্রন্থাগারে একটি সমৃদ্ধ ইসলামী কর্নারও রয়েছে। কৃষি বিষয়ক ব্যতিক্রমী প্রকাশনা ‘চাষাবাদ’-এর সম্পাদক ও তরুণ লেখক আনিসুল আলম নাহিদ এই গ্রন্থাগারের কিউরেটর। ইতোমধ্যে বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরীসহ সিলেটের খ্যাতিমান অনেক সাংবাদিক-সাহিত্যিক ও বিভিন্ন পেশার লোকজন এই গ্রন্থাগার পরিদর্শন করেছেন। বই পাঠে পাঠকদের আকৃষ্ট করতে এই গ্রন্থাগার থেকে বিভিন্ন উপলক্ষে বইপত্র উপহার প্রদান করা হয়। উল্লেখ্য, এই সময়ে সিলেটের সচল গ্রন্থাগারের মধ্যে রাজীব স্মৃতি গ্রন্থাগার অন্যতম।




