
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে ২৪ জুলাই, চলবে ৩ আগস্ট পর্যন্ত। পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা হবে ১০-২১ আগস্ট।
পরীক্ষার্থীদের জন্য চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি):
১. পরীক্ষার হলে মোবাইল, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস, গহনা, ব্যাগসহ সব নিষিদ্ধ সামগ্রী আনা নিষিদ্ধ।
২. প্রবেশের সময় মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি হবে পুলিশের উপস্থিতিতে।
৩. নিষিদ্ধ সামগ্রী না আনতে পরীক্ষার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হবে, নির্দেশনা মানতে হবে।
৪. কানে কোনো আবরণ রাখা যাবে না। হিয়ারিং এইড লাগলে কমিশনের অনুমতি নিতে হবে।
নিষিদ্ধ সামগ্রীসহ ধরা পড়লে প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে পিএসসির সব পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হবে। প্রয়োজনে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন অনুযায়ী আইনি ব্যবস্থাও নেওয়া হবে।




