
আওয়ামী লীগ সরকারের সময়ে নিবন্ধিত ৯৬টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা জারি হওয়ায় আগের নীতিমালার অধীনে নিবন্ধিত সব সংস্থার অনুমোদন বাতিল হয়ে গেছে।
তিনি বলেন, “নতুন নীতিমালা কার্যকর হয়েছে, পূর্বের নীতিমালা আর বহাল নেই। ফলে পুরনো নীতিমালার আওতায় নিবন্ধিত সব নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে।”
জানা গেছে, বাতিল হওয়া সংস্থাগুলোর মধ্যে বিতর্কিত কিছু প্রতিষ্ঠানও রয়েছে, যার মধ্যে ‘জানিপপ’ ও ‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’-এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
উল্লেখ্য, এর আগে অনেক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণের মানদণ্ড পূরণ না করলেও, কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন তাদের নিবন্ধন দেয়। এসব সংস্থা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বেশ কিছু বিতর্কিত স্থানীয় নির্বাচনকে ‘ভালো’ হিসেবে মূল্যায়ন করে সনদ দিয়েছিল।