
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, এখন থেকে দেশের প্রতিটি মসজিদের সভাপতির দায়িত্ব পালন করবেন প্রশাসনের কর্মকর্তারা। ইমামদের নিয়োগ ও বরখাস্তসহ সব কার্যক্রম সরকারের নির্ধারিত নীতিমালার আওতায় পরিচালিত হবে।
শুক্রবার (১৮ জুলাই) খুলনার বয়রায় মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ইমামদের হতে হবে জনবান্ধব ও বাস্তবভিত্তিক। মসজিদভিত্তিক শিক্ষার নামে ভুয়া পাঠদান বা এক ব্যক্তি একাধিক প্রতিষ্ঠানে শিক্ষকতা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সমাজে অপরাধ কমাতে ধর্মীয় অনুশাসন ও নৈতিকতা চর্চার ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. সালাম খান, বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হকসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।