প্রধান শিক্ষক শাহ আলম স্মরণে হাজী উছমান উল্লাহ ট্রাস্টের শোকসভা

বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কালিগঞ্জ এম. ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ের সদ্য প্রয়াত প্রধান শিক্ষক মো. শাহ আলম স্মরণে মরহুম হাজী উছমান উল্লাহ ট্রাস্ট’র পক্ষ থেকে দুয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্টের ট্রাস্টি ইতালি প্রবাসী জুবায়ের আহমদ, ফ্রান্স প্রবাসী সুয়েব আহমদ স্বপন এবং আরিয়ান আহমদ শিহাব’র উদ্যোগে সোমবার (১১ আগস্ট) বিকালে বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ সোহেল। সভাপতিত্ব করেন ট্রাস্টের ট্রাস্টি, প্রবীণ মুরুব্বি হাজী মবশ্বির আলী।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলী আছগর, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক আহবায়ক মাওলানা আশিকুর রহমান, এম. ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. আবু সালেহ, মো. আবুল কালাম, মো. জাহিদুল ইসলাম, মো. নূর আমিন, সাদ্দাম হোসেন, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, মরহুম হাজী উছমান উল্লাহ ট্রাস্টের ট্রাস্টি হাজী মখলিছ মিয়া, হাজী আখলিছ মিয়া, বদরুজ্জামান হুশিয়ার, বালাগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা শেখ মিজান প্রমুখ।

উল্লেখ্য : মো. শাহ আলম ২০০২ সাল থেকে কালিগঞ্জ এম. ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেন। তিনি গত ৬জুলাই ইন্তেকাল করেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম।

শেয়ার করুন: