এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক ব্যবহার করা হবে না। এ বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত অধ্যাদেশ সোমবার (১৮ আগস্ট) আইন মন্ত্রণালয় থেকে জারি হয় এবং মঙ্গলবার (১৯ আগস্ট) তা প্রকাশ্যে আসে।
এর আগে গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত খসড়া পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগে। পরে ২৪ জুলাই উপদেষ্টা পরিষদ ও আইন বিভাগের অনুমোদন নিয়ে গেজেট আকারে প্রকাশ করা হয়।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চালু ছিল। তবে রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ ও বিভিন্ন কমিশন দীর্ঘদিন ধরে এ নিয়ম বাতিলের দাবি জানিয়ে আসছিল। সংশ্লিষ্টদের মতে, দলীয় প্রতীক বাদ দেওয়ার ফলে রাজনৈতিক দলভুক্ত নন, এমন অনেক যোগ্য প্রার্থীও নির্বাচনে অংশ নিতে উৎসাহিত হবেন।