প্রবাসীদের ভোটার হওয়ার প্রক্রিয়া সহজ করল ইসি

প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার প্রক্রিয়া সহজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নীতিমালা অনুযায়ী এখন থেকে পাসপোর্ট না থাকলেও বিদেশে অবস্থানরত তিনজন এনআইডি বা বৈধ পাসপোর্টধারী বাংলাদেশির প্রত্যয়নের ভিত্তিতে ভোটার হওয়া যাবে। এ জন্য সংশোধিত আদর্শ পরিচালনা পদ্ধতি (এসওপি) মঙ্গলবার অনুমোদন দেওয়া হয়েছে।

আগে ভোটার হতে বৈধ পাসপোর্ট থাকা বাধ্যতামূলক ছিল। তবে নতুন নিয়মে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট, বিদেশি পাসপোর্ট কিংবা অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি দিয়েও ভোটার হওয়া সম্ভব হবে। প্রয়োজনে পিতা-মাতার এনআইডি বা মৃত্যু সনদ সংযুক্ত করতে হবে। শিগগির এই নীতিমালা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশি মিশনগুলোতে পাঠানো হবে।

এদিকে এনআইডির তথ্য সুরক্ষায় অবহেলার অভিযোগে জাতীয় টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার (এনটিএমসি), পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও সামষ্টিক অর্থনীতি বিভাগকে সতর্ক করেছে ইসি। অভিযোগ রয়েছে, পুরোনো নিষিদ্ধ এপিআই পদ্ধতি ব্যবহার করে তারা ব্যক্তিগত তথ্য সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। এ কারণে ইসি তথ্য যাচাইয়ের ক্ষেত্রে নতুন “ম্যাচ ফাউন্ড ও নট ম্যাচ ফাউন্ড” মডালিটি ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে।

ইসির মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বলেন, “প্রবাসীদের জন্য ভোটার হওয়ার প্রক্রিয়া সহজীকরণ করা হয়েছে। পাশাপাশি নাগরিকের তথ্য নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না।”

শেয়ার করুন: