
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৪ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীতে এ রোডম্যাপ প্রকাশ করেন।
রোডম্যাপ অনুযায়ী, ডিসেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট অনুষ্ঠিত হবে। এর আগেই সম্পন্ন করা হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ।
কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে—সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন, দেশি–বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক অনুমোদন, ভোটকেন্দ্র স্থাপন, পোস্টাল ভোটিং, আইনশৃঙ্খলা বিষয়ক কার্যক্রম, নির্বাচনী দ্রব্যাদি সংগ্রহ, প্রশিক্ষণ, বাজেট বরাদ্দ ও প্রচারণা কার্যক্রম।
ইসি জানিয়েছে, সেপ্টেম্বরে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হবে, যা দেড় মাস চলবে। ৩০ নভেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে ভোটার তালিকা, আর সেপ্টেম্বরে প্রকাশ হবে সংসদীয় আসনের সীমানার গেজেট।
নির্বাচনী আইন ও বিধিমালা সংশোধনের প্রক্রিয়াও চলছে, যা সেপ্টেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোটিং ব্যবস্থা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, রোজার আগেই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।