রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

ফজির আহমেদ আশরাফ

বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সোসাইটির বনভোজন: প্রবাসে মিলনমেলা ও স্মৃতিময় দিন



বালাগঞ্জ-ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটি যুক্তরাষ্ট্র ইনকের বাৎসরিক বনভোজন (পিকনিক) ছিল গত ২৩ জুলাই। প্রবাসের ব্যস্ত জীবনে একদিনের জন্য হলেও সবাই মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে এক অনাবিল আনন্দঘন পরিবেশে। সমিতির প্রতিটি সদস্যের আন্তরিক সহযোগিতা ও পরিশ্রমে বনভোজন অনুষ্ঠানটি হয়ে উঠেছে প্রাণবন্ত ও স্মরণীয়।

এই বনভোজনের প্রধান অতিথি হওয়ার কথা ছিল নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস-এর। বিশেষ কারণে তিনি সরাসরি উপস্থিত থাকতে না পারলেও তাঁর পক্ষ থেকে একজন বিশেষ প্রতিনিধি অনুষ্ঠানে যোগ দেন, যা আয়োজনে বাড়তি মাত্রা যোগ করে।

অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন বাংলাদেশের কৃতি সন্তান, নিউইয়র্ক সিটি পুলিশের ডেপুটি ইন্সপেক্টর খন্দকার আবদুল্লাহ। তিনি সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের তালতলা গ্রামের কৃতিসন্তান—আমার নিজের গ্রামের গর্ব ও প্রেরণা। তাঁর  কর্ম ও সেবা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে। খন্দকার আবদুল্লাহ সাফল্যের সহিত আমেরিকার  নিরাপত্তার দায়িত্ব পালন করে চলেছেন। এই সাফল্য আমাদের জন্য বেশ গর্বের।

পরিশেষে, বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সোসাইটির সকল সদস্যের প্রতি মানবসেবায় আরও নিবেদিত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই। বনভোজন কেবলমাত্র আনন্দোৎসবের প্রকাশ নয়; বরং আমাদের নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা এবং তার মূল্যবোধকে আত্মস্থ করার এক গুরুত্বপূর্ণ প্রয়াস। এ আয়োজনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে শিক্ষামূলক অনুপ্রেরণা, উৎসাহ ও উদ্দীপনা সঞ্চারিত হবে—এটাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। আমাদের আমন্ত্রিত বহু অতিথির আন্তরিক উপস্থিতি অনুষ্ঠানটির সাংস্কৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যকে আরও সমুজ্জ্বল করে তুলেছে। এজন্য তাঁদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!