জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ (শুক্রবার) জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন। নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ৯টায় অধিবেশন শুরু হবে, আর তিনি দিনের দশম বক্তা হিসেবে বক্তব্য রাখবেন।

প্রেসসচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা তার ভাষণে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার এবং রোহিঙ্গা সংকটসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন। একই সঙ্গে গত ১৪ মাসে অর্থনৈতিক পুনরুদ্ধার ও গণতান্ত্রিক রূপান্তরের অগ্রগতির চিত্র বিশ্ব সম্প্রদায়ের সামনে উপস্থাপন করবেন তিনি।

প্রধান বার্তা হিসেবে ইউনূস জোর দেবেন, আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে আয়োজিত এক বৈঠকে তিনি বলেন, বেকারত্ব এখন বৈশ্বিক টেকসই উন্নয়নের সবচেয়ে বড় বাধা। বিশেষত যুব বেকারত্ব প্রাপ্তবয়স্কদের তুলনায় চারগুণ বেশি, যা নিম্নআয়ের দেশগুলোতে আরও প্রকট।

৮৫ বছর বয়সী এই নোবেল বিজয়ী বলেন, বাংলাদেশের অভিজ্ঞতা প্রমাণ করেছে যুবশক্তিই পরিবর্তনের প্রধান চালিকাশক্তি। তারা দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটিয়ে দেশকে নতুন পথে নিয়ে এসেছে। তবে একইসঙ্গে তারা জলবায়ু পরিবর্তন, সংঘাত, বৈষম্য ও প্রযুক্তিগত বিভাজনের মতো নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

ইউনূসের মতে, প্রযুক্তি উদ্ভাবনের সঠিক ব্যবহার এবং যুব অন্তর্ভুক্তির মাধ্যমেই বৈশ্বিক অগ্রগতি সম্ভব হবে।

শেয়ার করুন: