
গাজা থেকে প্রতিবেদন: মানবিক ত্রাণ বহনকারী একটি ফ্লোটিলাকে অভিযানে লক্ষ্য করে ইসরাইলের হামলার খবর পাওয়া গেছে। ঘটনায় ওই নৌবহরে থাকা দুই শতাধিক অধিকারকর্মীকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে বাংলাদেশের অধিকারকর্মী শহিদুল আলম রয়েছেন কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শহিদুল আলম সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক এবং মোসাব আবু তোহার একটি এক্স (X) পোস্ট শেয়ারের মাধ্যমে পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। পোস্টে তোহা ও উপস্থিত কর্মীরা জানিয়েছেন, তারা গাজার অভুক্ত মানুষের জন্য জীবন বাজি রেখে সাহায্য পৌঁছে দিতে গিয়েছিলেন—যদিও এই কাজে সংশ্লিষ্ট সরকারের সমর্থন সীমিত ছিল।
একটি ভিডিওবার্তায় শহিদুল আলম বলেন, রাতটি ঝড়ো ছিল; সমুদ্র ক্রুদ্ধ, বজ্রপাত ও ঝড়ের মধ্যেই তারা টিকে থাকার চেষ্টা করেছেন। তিনি বলেন, “সংবাদ এসেছে ইসরাইলি নৌবাহিনী আমাদের দিকে এগিয়ে আসছে—তারা আমাদের ভীত করতে আক্রমণ চালাতে পারে। আমরা ভীত হব না; প্রতিবাদ ও সাহায্য কার্যক্রম থামাব না।