গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় শহিদুল আলমের অভিজ্ঞতা: অবরোধ ভাঙব, ফিলিস্তিন মুক্ত হবেই

খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশগ্রহণের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। বৃহস্পতিবার সকালে দেওয়া পোস্টে তিনি জানান, যাত্রাপথের নানা প্রতিকূলতার মধ্যেও অংশগ্রহণকারীরা গাজার উদ্দেশে এগিয়ে যাচ্ছেন।

শহিদুল আলম লেখেন, জাহাজ ‘কনসায়েন্সে’ সেরা ঘুমানোর জায়গায় স্থান না পাওয়ায় তিনি শেষ পর্যন্ত এক্সিট গেটের পাশের একটি ছোট খোপে ঘুমান। আগের রাতে ঝড়ের কারণে খোলা ডেকে ঘুমানো সম্ভব হয়নি। তবে রিমান্ড ও কারাগারে কাটানো অভিজ্ঞতা তাকে এমন পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত করেছে বলে মন্তব্য করেন তিনি।

বিশ্বজুড়ে পাঠানো দোয়া ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জানিয়ে শহিদুল আলম বলেন, “এত বেশি বার্তা আসছে যে, সবাইকে আলাদাভাবে উত্তর দেওয়া সম্ভব নয়। তবে আপনাদের সংহতি আমাদের জন্য বড় অনুপ্রেরণা।” পাশাপাশি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি অনুরোধ করেন, কনটেন্ট ও আপডেটের জন্য ডিআরআইসি’র সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে।

ফ্লোটিলার নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি বাহিনী নৌকাগুলো আটকানোর চেষ্টা করছে। এ অবস্থায় যাত্রা এখনও চ্যালেঞ্জপূর্ণ। তবে ঝড় থেমে গেছে এবং দুই মিটার পর্যন্ত ঢেউ ওঠার আশঙ্কা থাকলেও যাত্রীরা প্রস্তুত আছেন।

পোস্টের শেষে শহিদুল আলম লিখেন—
আমরা অবরোধ ভাঙব। ফিলিস্তিন মুক্ত হবেই।

শেয়ার করুন: