রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

বিসিবি নির্বাচনে লড়বেন যারা: ২৫ পরিচালকের পদে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা



ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের মোট পদ ২৫টি। এর মধ্যে তিনটি ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ২৩ জন পরিচালক। বাকি দুই পরিচালককে মনোনীত করবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নির্বাচিত পরিচালকদের মধ্য থেকেই একজন সভাপতি ও একজন সহসভাপতি নির্বাচিত হবেন।

তবে নির্বাচনের আগেই কিছু প্রার্থী প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছেন। তামিম ইকবালসহ ১৩ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। পাশাপাশি আদালতের নিষেধাজ্ঞার কারণে ভাইকিংস ক্রিকেট একাডেমির প্রতিনিধি ও বিসিবির বর্তমান পরিচালক ইফতেখার রহমান মিঠু এবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না।

এখন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১৬ প্রার্থী, যাদের মধ্যে থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন।

ক্যাটাগরি-১ : বিভাগীয় ক্রীড়া সংস্থা

ঢাকা বিভাগ:

  • আমিনুল ইসলাম বুলবুল (ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা)

  • নাজমুল আবেদীন ফাহিম (ঢাকা জেলা ক্রীড়া সংস্থা)

  • আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান (জামালপুর জেলা ক্রীড়া সংস্থা)

রাজশাহী বিভাগ:

  • হাসিবুল আলম (রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা)

  • মুহাম্মদ মুখলেসুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা)

  • এসএম শামস মতিন (জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থা)

রংপুর বিভাগ:

  • মো. হাসানুজ্জামান (রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা)

  • মো. রেহাতুল ইসলাম খোকা (দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা)

  • মো. নুর-এ-শাহাদৎ স্বজন (ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা)

ক্যাটাগরি-২ : ক্লাব প্রতিনিধি

  • মোহাম্মদ লুতফর রহমান (লিজেন্ডস অব রূপগঞ্জ)

  • ইসতিয়াক সাদেক (ধানমন্ডি স্পোর্টস ক্লাব)

  • আদনান রহমান দীপন (রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব)

  • ফায়াজুর রহমান (উত্তরা ক্রিকেট ক্লাব)

  • আবুল বাশার (প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব)

  • আমজাদ হোসেন (ঢাকা স্পারটান্স ক্রিকেট ক্লাব)

  • শানিয়ান তানিম নাভিন (ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব)

  • একেএম আহসানুর রহমান মল্লিক রনি (ইয়াং পেগাসাস ক্লাব)

  • মোখলেছুর রহমান ভুঞা (ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব)

  • এম. নাজমুল ইসলাম ফারুক আহমেদ (ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি)

  • মেজর (অব.) ইমরোজ আহমেদ (কাঁঠালবাগান গ্রীণ ক্রিসেন্ট ক্লাব)

  • রাকীব উদ্দিন (এইস ওয়ারিয়র্স)

  • মনজুর আলম (রেগুলার স্পোর্টিং ক্লাব)

  • মেহরাব চৌধুরী (যাত্রাবাড়ী ক্রীড়া চক্র)

  • মোহাম্মদ ফয়জুর রহমান ভুঞা (ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব)

ক্যাটাগরি-৩ : বিশেষ প্রতিনিধি

  • দেবব্রত পাল (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)

  • খালেদ মাসুদ পাইলট (সাবেক জাতীয় ক্রিকেটার)

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই নির্বাচনে জমে উঠেছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। মনোনয়ন প্রত্যাহার ও নিষেধাজ্ঞার পর বাকি প্রার্থীদের মধ্যে কে কার পক্ষে জয় ছিনিয়ে নিতে পারেন—এখন সেদিকেই তাকিয়ে দেশের ক্রিকেট অঙ্গন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!