বিসিবি নির্বাচনে লড়বেন যারা: ২৫ পরিচালকের পদে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের মোট পদ ২৫টি। এর মধ্যে তিনটি ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ২৩ জন পরিচালক। বাকি দুই পরিচালককে মনোনীত করবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নির্বাচিত পরিচালকদের মধ্য থেকেই একজন সভাপতি ও একজন সহসভাপতি নির্বাচিত হবেন।

তবে নির্বাচনের আগেই কিছু প্রার্থী প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছেন। তামিম ইকবালসহ ১৩ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। পাশাপাশি আদালতের নিষেধাজ্ঞার কারণে ভাইকিংস ক্রিকেট একাডেমির প্রতিনিধি ও বিসিবির বর্তমান পরিচালক ইফতেখার রহমান মিঠু এবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না।

এখন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১৬ প্রার্থী, যাদের মধ্যে থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন।

ক্যাটাগরি-১ : বিভাগীয় ক্রীড়া সংস্থা

ঢাকা বিভাগ:

রাজশাহী বিভাগ:

রংপুর বিভাগ:

ক্যাটাগরি-২ : ক্লাব প্রতিনিধি

ক্যাটাগরি-৩ : বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই নির্বাচনে জমে উঠেছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। মনোনয়ন প্রত্যাহার ও নিষেধাজ্ঞার পর বাকি প্রার্থীদের মধ্যে কে কার পক্ষে জয় ছিনিয়ে নিতে পারেন—এখন সেদিকেই তাকিয়ে দেশের ক্রিকেট অঙ্গন।

শেয়ার করুন: