সিলেটে উদয়ন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত: দুই কর্মকর্তা বরখাস্ত, দুটি তদন্ত কমিটি গঠন

সিলেটের মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর প্রাথমিক তদন্তে দায়িত্বে গাফিলতির অভিযোগে ট্রেনটির লোকোমাস্টার মো. ইলিয়াস ও সহকারী লোকোমাস্টার জহিরুল ইসলাম নোমানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে বিভাগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ের চার সদস্যের কমিটি এবং জেলা প্রশাসনের তিন সদস্যের কমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

তিনি আরও জানান, দুর্ঘটনার তিন ঘণ্টার মধ্যে রেল চলাচল স্বাভাবিক করা সম্ভব হলেও লাইনচ্যুত চারটি বগি উদ্ধার করতে সময় লেগে যায়। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল।

এদিকে মহানগর পুলিশের মোগলাবাজার থানার ওসি শামসুল হাবিব জানান, আহত যাত্রীদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে তিনজন বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত কমিটি ঘটনাটির কারণ অনুসন্ধান করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে।

উল্লেখ্য, সিলেট-ঢাকা-চট্টগ্রাম রেলপথে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ২০১৯ সালের ২৩ জুন কুলাউড়ার বরমচাল এলাকায় উপবন এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় চারজন নিহত ও আড়াই শতাধিক মানুষ আহত হয়েছিলেন। বিভিন্ন সময় তদন্তে রেললাইনের দুর্বলতা, নাট-বোল্ট ও ফিশপ্লেটের অভাব, পাথর সরিয়ে নেওয়া এবং লেভেল ক্রসিংয়ে ক্লিপ চুরির মতো কারণগুলোর কথা উঠে এসেছে। তবুও দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ এখনো দেখা যায়নি।

শেয়ার করুন: