আহত টমটম চালককে গহরপুর এসোসিয়েশন ইউকে’র ১লাখ ১০হাজার টাকা অনুদান

গত জুলাই মাসে টমটমসহ খালে পড়ে গুরু’তর আহ’ত টমটম চালক বদরুল ইসলামকে যুক্তরাজ্যস্থ গহরপুর এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা হিসেবে ১লাখ ১০হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। গত বুধবার (০৮ অক্টোবর) সন্ধ্যায় বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজারস্থ আলহাজ্ব আব্দুল গফুর শিশু বিদ্যা নিকেতনে এ অনুদান হস্তান্তর করা হয়। অনুদান হস্তান্তর কালে গহরপুর এসোসিয়েশন ইউকে’র সিনিয়র সহ-সভাপতি ইকরাম আহমদ ইলিয়াস, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ.ফ.ম শামীম, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান, বালাগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, গহরপুর ব্লাড ফাইটার্স’র সভাপতি মোশাররফ হোসেন কামরান, সহ সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহিত আল মেরাজ, সাংগঠনিক সম্পাদক তাজুয়ার আহমদ তানিম, সহ সাংগঠনিক সম্পাদক আবিদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বর্তমানে রাজধানী ঢাকায় চিকিৎসাধীন টমটম চালক বদরুলের পক্ষ থেকে অনুদান গ্রহণ করেন বদরুল ইসলামের বড়ভাই ইয়াকুব মিয়া এবং মামা কাওসার আলী।
অনুদান হস্তান্তরকালে গহরপুর এসোসিয়েশন ইউকে’র সিনিয়র সহ-সভাপতি ইকরাম আহমদ ইলিয়াস এসোসিয়েশনের পক্ষ থেকে আহ’ত বদরুলের সুস্থতা কামনা করেন। তিনি বলেন, আমরা প্রবাসীরা চাই দেশে থাকা আমাদের স্বজনরা যেন সব সময় ভালো থাকেন এবং নিরা’পদে থাকেন। আর এই চাওয়া-পাওয়া থেকেই আমরা প্রবাসীরা সব সময় সাংগঠনিক এবং ব্যক্তিগতভাবে এলাকার আর্ত-সামাজিক উন্নয়নে কাজ করে যেতে চাই। আমরা সকলের কাছে দোয়া চাই।

শেয়ার করুন: