ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন আলোকচিত্রী শহিদুল আলম

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন বিশিষ্ট আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম।
শনিবার ( ১১ অক্টোবর) ভোর পৌনে পাঁচটার দিকে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

দেশে ফিরে তিনি বলেন, “বাংলাদেশের মানুষের ভালোবাসাই আমাকে ফিরে আসার সুযোগ করে দিয়েছে। কিন্তু গাজার মানুষ এখনো মুক্ত নয়—তাদের জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।”

তিনি বাংলাদেশ ও তুরস্ক সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের আরও অনেক ফ্লোটিলা যাত্রা দরকার।”

বিমানবন্দরে শহিদুল আলমকে স্বাগত জানান তাঁর স্ত্রী ও মানবাধিকারকর্মী রেহনুমা আহমেদ, জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব, আলোকচিত্রী মুনেম ওয়াসিফসহ অনেকে।

গত বুধবার গাজা অভিমুখী ‘ফ্রিডম ফ্লোটিলা’তে অংশ নিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হন শহিদুল আলম। পরে তাঁকে ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে নেওয়া হয়। বাংলাদেশ সরকার তুরস্ক, জর্ডান ও মিসরের মাধ্যমে তাঁর মুক্তির জন্য কূটনৈতিক তৎপরতা চালায়।

শহিদুল আলম শুক্রবার টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে দেশে ফেরেন। ইস্তাম্বুলে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের কনসাল জেনারেল মো. মিজানুর রহমান।

তাঁর মুক্তিতে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শেয়ার করুন: