
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে যাওয়ার পথে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
শুক্রবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রাজধানী ঢাকার কদমতলি এলাকার বাসিন্দা মনজুরা আক্তার (৩৭) ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)।
জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী জানান, দুর্ঘটনার পর আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মনজুরা আক্তার ও তার পরিবার ‘সেজুতি ট্রাভেলস’-এর একটি বাসে করে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে ঢাকা থেকে সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে পাগলা বাজার এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে প্রাণ হারান।