
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সম্পূর্ণ রুটে আজ সোমবার বেলা ১১টার দিকে মেট্রোরেল চালু হতে পারে।
আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত অংশে ইতোমধ্যে দুই দফায় পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়েছে, যেখানে কোনো ধরনের ত্রুটি বা সমস্যা পাওয়া যায়নি। ফলে আজ বেলা ১১টার দিকে পুরো রুটে মেট্রোরেল চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে।
ফার্মগেটের যে স্থানে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়েছিল, সেখানে আজ সকালে নতুন বিয়ারিং প্যাড স্থাপন করা হয়েছে। এরপর ওই অংশেও পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তা ফারুক আহমেদ প্রথম আলোকে জানান, “আমরা এখনো বন্ধ অংশে পরীক্ষামূলকভাবে ট্রেন চালাচ্ছি। খুব শিগগিরই পুরোদমে চালু করতে পারব বলে আশা করছি।”
উল্লেখ্য, গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। এতে এক যুবকের মৃত্যু হয় এবং ঘটনাটির পর মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
আড়াই ঘণ্টা পর বিকেল ৩টার দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়। পরে প্রায় সাত ঘণ্টা পর, সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত অংশেও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।