জুলাই সনদ পরিবর্তনের প্রতিবাদে বালাগঞ্জে বিএনপির মিছিল ও প্রতিবাদ সভা

সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান বলেছেন, গোপনে নতুন শর্ত যোগ করে জুলাই সনদ বদলে দেয়া হয়েছে। এটা নির্বাচন বিলম্বের নীলনক্স, জাতির সাথে পরিকল্পিত প্রতারণা। তিনি আজ শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বালাগঞ্জ উপজেলার মোরারবাজারে জুলাই সনদে গোপন পরিবর্তনের প্রতিবাদে ও ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষে মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, আমরা জুলাই সনদের বিরুদ্ধে নয়, জুলাই সনদকে আইনীভিত্তি দেয়ারও বিরুদ্ধে নই, আমরা প্রতারণার বিরুদ্ধে কথা বলছি, আমরা ষড়যন্ত্রের বিরুদ্ধে ও ঐক্যমত্যের নামে অনৈক্য সৃষ্টির বিরুদ্ধে কথা বলছি। যারা দেশকে স্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে কথা বলছি।

স্থানীয় দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদী। দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টুর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফ আহমদ, জালানী বিষয়ক সম্পাদক শাহিন উদ্দিন, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আজমল আলী মাসুক, বর্তমান সিনিয়র সহ-সভাপতি বাবরু মিয়া মেম্বার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফ আহমদ, জালানী বিষয়ক সম্পাদক শাহিন উদ্দিন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনহার মিয়া, হারুন মিয়া, হাজী আব্দুল জলিল, শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক দিলু মিয়া, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, বিএনপি নেতা শাহীন আহমদ, মিজানুর রহমান মির্জা, উপজেলা যুবদল নেতা রেহাদ আহমদ চৌধুরী, রেজাউল করিম, মাহবুবুর রহমান আজাদ, ইউনিয়ন যুবদল নেতা হাসান আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল করিম জুলকান, সুহেল আহমদ, মারুফ আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নোমান আহমদ লস্কর, ছাত্রদল নেতা আরাফাত মিজান, লিমন আহমদ, আব্দুল কাইয়ুম, ফাহাদ আহমদ, সাজু মিয়া, ইমন আহমদ, পাপ্পু আহমদ প্রমুখ।

শেয়ার করুন: