
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনে সম্ভাব্য সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রবাসী ব্যবসায়ী ও প্রযুক্তি বিশেষজ্ঞ মইনুল বাকর প্রার্থিতা ঘোষণা করেছেন।
শুক্রবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
মইনুল বাকর বালাগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের সন্তান। বর্তমানে যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের Docklands এলাকায় বসবাস করছেন। তিনি আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান “Maconomix”-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO)। দীর্ঘ দুই দশক ধরে তথ্যপ্রযুক্তি খাতে কাজ করছেন এবং লন্ডন ও কায়রোতে দুটি সফল ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। পাশাপাশি তিনি বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান Apple-এর প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবেও কাজ করেছেন।
এরআগে ১৯৯৬ সালে যখন তিনি তৎকালীন সিলেট-২ আসনে (বালাগঞ্জ–বিশ্বনাথ) সবচেয়ে কনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।
সংবাদ সম্মেলনে মইনুল বাকর বলেন, মানুষের কল্যাণে কাজ করা আমার শৈশবের নেশা। আমি পরিবর্তনে বিশ্বাসী— একটি ‘নতুন বাংলাদেশ’ গঠনের স্বপ্ন দেখি।
তিনি জানান, বাংলাদেশ বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন-এর সিনিয়র উপদেষ্টা হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দিয়ে আসছেন। তাঁর সহযোগিতায় ফাউন্ডেশনটি রাস্তার অসহায় মানুষদের সেবা, চিকিৎসা, পুনর্বাসন ও মরদেহ বহনের খাটিয়া সরবরাহসহ মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সম্প্রতি তিনি দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেন, যেখানে মানবিক শওকত ও তাঁর মেডিকেল টিম অংশ নেন। এছাড়া তিনি দেশে ও প্রবাসে তরুণদের প্রযুক্তি ও শিক্ষায় দক্ষ করে তোলার উদ্যোগ নিয়েছেন।
মইনুল বাকর বলেন, তরুণরাই দেশের আসল সম্পদ। আমি ইনশাআল্লাহ স্থানীয়ভাবে কর্মসংস্থান ও ‘স্টার্টআপ সাপোর্ট ফান্ড’ গঠন করে একটি ‘প্রোডাকটিভ ইয়ুথ নেটওয়ার্ক’ গড়ে তুলব।
তিনি আরও জানান, তাঁর অন্যতম অগ্রাধিকার থাকবে গ্রামীণ স্বাস্থ্যসেবা উন্নয়ন ও ফ্রি মাতৃত্বসেবা ইউনিট স্থাপন।
দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকা মইনুল বাকর বলেন, সততা, শিক্ষা ও দেশপ্রেমে বিশ্বাসী মানুষদের সংসদে দেখা— এটাই এখন প্রবাসী ও স্থানীয় জনগণের প্রত্যাশা। আমি সেই দায়িত্ব পালনে প্রস্তুত।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণের আস্থা ও সহযোগিতা পেলে সিলেট-৩ আসনকে “মানবিক ও কর্মমুখী উন্নয়নের মডেল” হিসেবে গড়ে তুলবেন— ইনশাআল্লাহ।




