ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন: নেত্রকোনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের নিশ্চয়তা

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আবারও জোর দিয়ে জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার নেত্রকোনায় স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “পতিত সরকারের আমলের কিছু সুবিধাভোগী এখন নির্বাচনের বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা মূলত ফ্যাসিস্ট সরকারের পেইড এজেন্ট। এদের কথায় কিছুই হবে না। নির্বাচনের প্রস্তুতি যথাসময়ে চলছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ভোট হবে।”

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এবং পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: