
ছবি সংগৃহীত
নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চার বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ বছরের পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।
এবার রোকেয়া পদক পেয়েছেন—
নারীশিক্ষা শ্রেণি (গবেষণা): রুভানা রাকিব
নারী অধিকার শ্রেণি (শ্রম অধিকার): কল্পনা আক্তার
মানবাধিকার শ্রেণি: নাবিলা ইদ্রিস
নারী জাগরণ শ্রেণি (ক্রীড়া): ঋতুপর্ণা চাকমা
আজ ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। খ্যাতিমান বাঙালি সাহিত্যিক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী একই দিনে হওয়ায় প্রতি বছর এ দিনটি বিশেষভাবে পালিত হয়। দিবসটি উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নানা কর্মসূচি হাতে নিয়েছে।
প্রতিবারের মতো এবারও নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদান রাখা নারীদের রোকেয়া পদকে সম্মানিত করা হয়েছে।
উল্লেখ্য, ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দ গ্রামের এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া। সমাজ সংস্কার ও নারী জাগরণে অসামান্য অবদান রেখে ১৯৩২ সালের একই দিনে তিনি মৃত্যুবরণ করেন। তার স্মরণেই দিনটি বেগম রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়।
নারীর মুক্তি ও ক্ষমতায়নের জন্য শিক্ষার অপরিহার্যতা তিনি গভীরভাবে উপলব্ধি করেছিলেন। তার বিখ্যাত সাহিত্যকর্ম ‘সুলতানার স্বপ্ন’ এবং ‘অবরোধবাসিনী’ সমাজের কুসংস্কার ও নারীর প্রতি বৈষম্যের বিরুদ্ধে ছিল দৃঢ় প্রতিবাদের উচ্চারণ। তিনি প্রতিষ্ঠা করেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, যা নারীর শিক্ষায় যুগান্তকারী ভূমিকা রেখে আসছে।