অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ

গত ২৬ নভেম্বর যোগদানকৃত সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) আশরাফুর রহমানকে সিলেটের সেবামূলক সামাজিক সংগঠন আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সৌদি আরবের রিয়াদস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি, বিশিষ্ট সমাজকর্মী আব্দুল আজিজ মাসুকের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে সিলেটে তার যোগদান উপলক্ষে তাকে স্বাগত জানান।

আজ মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের পক্ষে বালাগঞ্জের ঐতিহীবাহী দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান, নলজুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসিদ আলী, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সিলেটের ডাক-এর বালাগঞ্জ প্রতিনিধি মো. জিল্লুর রহমান জিলু এবং সাংবাদিক সৈয়দ মুহিবুর রহমান মিছলু এ সাক্ষাৎ করেন। এসময় তারা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) আশরাফুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) আশরাফুর রহমান সর্বশেষ ঝালকাঠির জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অবিভক্ত বালাগঞ্জ (ওসমানীনগরসহ) উপজেলার সর্বশেষ নির্বাহী কর্মকর্তা ছিলেন। বালাগঞ্জে দায়িত্ব পালনকালে তিনি সকল মহলের কাছে ব্যাপক সমাদৃত ছিলেন।

শেয়ার করুন: