প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
বেশ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ভোট প্রদানের মধ্য দিয়ে গত রোববার (১২ জুন) সম্পন্ন হয়েছে প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের ত্রি-বার্ষিক নির্বাচন। ২১টি পদে অনুষ্ঠিত নির্বাচনে দুইটি প্যানেল বদরুল-মীরু-আনছার পরিষদ (ঘর প্রতীক) এবং সাদ-নাজমুল-মুজিব পরিষদ (সানফ্লাওয়ার …বিস্তারিত