রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

কোয়ারান্টাইন আইন না মানায় বালাগঞ্জে ৩ প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা



হোম কোয়ারান্টাইন আইন না মানায় বালাগঞ্জে ৩ প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই তিনজনই লণ্ডন প্রবাসী। তাদের মধ্যে বালাগঞ্জ সদর ইউনিয়নের একজন ও বোয়ালজুড় ইউনিয়নের ২ জন প্রবাসী রয়েছেন। আইন অমান্য করায় গত ২১ মার্চ এই তিনজন প্রবাসীর কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ। এসময় তাঁর সাথে ছিলেন বালাগঞ্জ থানার এস আই অপুদাসগুপ্ত, ডিএসবি সুফিয়ান আহমদ ও অফিস সহকারী মোক্তদির মিয়াসহ অন্যান্যরা।

প্রশাসন সূত্রে জানা গেছে, দেশের অন্যান্য জায়গার প্রবাসীদের মত বালাগঞ্জের প্রবাসীদের উপরও নজরদারি করা হচ্ছে। বালাগঞ্জ উপজেলার ৪৭ জন প্রবাসীর উপর ১৪ দিনের হোম কোয়ারান্টাইন পালন করার নির্দেশনা রয়েছে।

এব্যাপারে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ জানান, হোম কোয়ারান্টাইন আইন না মানায় ৩ জন লণ্ডন প্রবাসীর কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ঘরে ঘরে গিয়ে হোম কোয়ারান্টাইন (সংগ নিরোধ/ একাকী থাকা) সংক্রান্ত নির্দেশনা মানা হচ্ছে কিনা তা মনিটরিং করা হচ্ছে বলেও তিনি জানান।

এদিকে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান জানান, করোনাভাইরাস সম্পর্কে সচেতন থাকার জন্য প্রচার পত্র বিলি করা হয়েছে। তাছাড়া প্রবাস থেকে আগত ব্যক্তিদের খোঁজ খবর নিয়ে তাদেরকে সরকারের নির্দেশ কোয়ারান্টাইনে থাকার জন্য বলা হচ্ছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!