বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব ও পুজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক রজত চন্দ্র দাস ভুলনের পারিবারিক অর্থায়নে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। কোন রকম আনুষ্ঠানিকতা ছাড়া প্রতিটি কর্মহীন পরিবারের মধ্য এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (০৫ মে) এ খাদ্যসামগ্রী বিতরণকালে সহযোগিতায় উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এম এ মতিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি মোঃ জুনেদ মিয়া, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কাওছার আহমদ কওছর, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি হুসাইন আহমদ, সাংবাদিক মোঃ কাজল মিয়া, লিংকন দাস লিটন, উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক নয়ন তালুকদার সহ অন্যান্য শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
মানবিক এ সাহায্য প্রদানে সর্বাত্মক সহযোগিতা করেন সাংবাদিকের বড় ভাই বালাগঞ্জ ডি এন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তুলসী দাস, ছোট ভাই ফ্রান্স প্রবাসী রঘুনন্দন দাস লিটন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ ও সনাতন সংঘের সাধারণ সম্পাদক রিপন কান্তি দাস, ব্যবসায়ী রিংকু দাস প্রমুখ
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে প্রত্যেকের জন্য ছিল – ৪ কেজি চাল, ১ কেজি আটা, ৫০০গ্রাম সয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু, ৫০০গ্রাম মসুর ডাল।
এদিকে সাংবাদিক রজত চন্দ্র দাস ভুলন, দেশের এ দুর্যোগ মুহূর্তে গরীব অসহায় মানুষের পাশে সরকারের পাশাপাশি প্রবাসী ও দেশের বিত্তবান যাঁরা ইতোমধ্যে এগিয়ে এসেছেন তাদের সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি করোনাভাইরাসের এ প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের নিয়মাবলী মেনে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য সকলের প্রতি অনুরুধ জ্ঞাপন করেন।




