বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর জামে মসজিদের নির্মাণ কাজে নগদ ৫৫হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক, বিগত নির্বাচনে সিলেট-৩ (বালাগঞ্জ, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ) আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব মাওলানা দিলওয়ার হোসাইনের পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার (০৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় মসজিদ কমিটির কাছে এ অনুদান হস্তান্তর করা হয়েছে। এ সময় খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির লায়েক, দেওয়ান বাজার ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান, সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শামসুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




