দক্ষিণ সুরমা উপজেলার সমাজ কল্যাণমূলক সংগঠন তরিকুন নেছা ফাউণ্ডেশনের পক্ষ থেকে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের পশ্চিম নশিওরপুর জামে মসজিদের পুনঃ নির্মাণ কাজে ৬০হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
তরিকুন নেছা ফাউণ্ডেশনের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী সুহেল আলী পক্ষ থেকে প্রদত্ত এ টাকা গত শুক্রবার (১৫ অক্টোবর) বিকালে মসজিদ পরিচালনা কমিটির কাছে হস্তান্তর করা হয়। তরিকুন নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে মাওলানা আব্দুশ শহীদ মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মো. ফারুক আহমদের কাছে এ অনুদান হস্তান্তর করেন। এসময় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


