রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

সরাও তোমার প্রলোভন ।। আব্দুর রশীদ লুলু



এতোদিন বুঝতে পারিনি
পূঁজির প্রলোভন দিয়ে আজীবন
তুমি বিলীন করে দিতে চেয়েছ
(এবং এখনও চাচ্চো)
আমার সবুজ দিগন্ত
আর অনন্ত আকাশ।

কিন্তু দেরিতে হলেও এবার
ধরা পড়ে গেছে তোমার নষ্টামী
তোমার হিংসা তথা
পূঁজিবাদী আচরণ।

চাঁদ-সূর্য্যরে আলোয় এবার আমি
সীমিত সামর্থ্য নিয়ে
নিজের পায়ে দাঁড়িয়ে
ইচ্ছে মতো মেলে দেবো নিজেকে
সরাও তোমার প্রলোভন।
অথবা সর তুই প্রতারক।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!