দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের সেবামূলক সংগঠন ডা. মাহমুদ আলী মাস্টার ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে ১লাখ ৪৭হাজার টাকা অনুদান বিতরণ করা হয়েছে। প্রদানকৃত অর্থের মধ্যে গৃহনির্মাণ ও টিউবওয়েল বিতরণ বাবৎ ৭৭হাজার টাকা, চিকিৎসা সহায়তা হিসেবে ২০হাজার এবং অন্যান্য খাতে আরও ৫০হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
এদিকে ডা. মাহমুদ আলী মাস্টার ফ্যামিলি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী ওবায়দুর রহমান মাছুমের পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের স্থানীয় সাতবিলাসহ বিভিন্ন গ্রামের সুবিধাবঞ্চিতদের মধ্যে প্রদত্ত এ অনুদান হস্তান্তর করেন ডা. মাহমুদ আলী মাস্টার ফ্যামিলি ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু এবং জালালপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য হাফিজ মাওলানা ক্বারী ওয়ারিছ উদ্দিন আল মাসউদ।