মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

দক্ষিণ সুরমায় চ্যাম্পিয়ন কামালবাজার অনুধর্ব-১৭ ফুটবল দল



দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন আয়েজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুধর্ব-১৭) ২০২২-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ।

উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন – উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাহিম আহমদ, কামালবাজার ইউপি চেয়ারম্যান একরামুল হক, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমেদ, দপ্তর সম্পাদক সাদিকুর রহমান সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল প্রমূখ।ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের মাধ্যমে তেতলী ইউনিয়ন অনুধর্ব-১৭ দলকে হারিয়ে কামালবাজার ইউনিয়ন অনুধর্ব-১৭ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন আক্কাছ উদ্দিন আক্কাই, গিয়াস উদ্দিন, কাওছার আহমদ ও শামীম আহমদ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন