বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান গত প্রায় ৫ সপ্তাহ ধরে ইউনিয়ন পরিষদে যাচ্ছেন না বলে জানা গেছে। এতে সব ধরনের নাগরিক সেবা থেকে বঞ্চিত রয়েছেন ইউনিয়নের প্রায় ১৬ হাজার মানুষ। সরেজমিনে গতকাল পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, চেয়ারম্যান আব্দুর রহমান কার্যালয়ে নেই। তাঁর কক্ষ তালাবদ্ধ।
চেয়ারম্যান না থাকায় তাঁর কার্যালয়ের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করে সেবাপ্রার্থীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। নাগরিক সনদ নিতে আসেন ইউনিয়নের বাসিন্দা আতিক আহমদ, আবুল হোসেন, আনু মিয়া, মাওলানা জুবায়ের, শাহ জাহান মিয়া , মোশাহিদ সিকদার, ইয়াছমিন আক্তার সুমাইয়া, জাবেদ মিয়া, সাহেদা আক্তারসহ আরো অনেকেই। তাঁরা সবাই ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত সময়ে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত চেয়ারম্যান নিজের সব অপকর্ম ঢাকতে কার্যালয়ে না এসে গা ঢাকা দিয়েছেন। সনদে স্বাক্ষর নিতে চেয়ারম্যানের কার্যালয়, বাড়ি কিংবা মোবাইল ফোনে খোঁজ করে তাঁকে পাওয়া যাচ্ছে না।
পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের সচিব রেজওয়ান আহমেদ রাসেল (অতিরিক্ত দায়িত্বে) বলেন, আমি সদ্য নিয়োগ পেয়েছি। চেয়ারম্যান না থাকায় যোগদান করতে পারিনি। এ ব্যাপারে কিছু বলতে পারবো না। চেয়ারম্যান আব্দুর রহমানের মুঠোফোনে ফোন দেওয়া হলে ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ’র সাথে যোগাযোগ করা হলে তিনি অফিসে এসে কথা বলার জন্য বলেন।




