রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

এবার একই দিনে সৌদি আরব ও বাংলাদেশে ঈদুল ফিতর হতে পারে



চাঁদ দেখার বিশ্লেষণ অনুযায়ী, সৌদি আরব, বাংলাদেশ, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবার একই দিনে ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) জানিয়েছে, ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ উদিত হতে পারে, যা ৩০ মার্চ খালি চোখে দেখা যাবে। ফলে ৩১ মার্চ (সোমবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান এহসানুল হক জুবায়ের জানান, ৩০ মার্চ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে নবচন্দ্রের বয়স হবে ২৫ ঘণ্টা ১৬ মিনিট, যা খালি চোখে দেখা সম্ভব। তাই বাংলাদেশেও ৩১ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা প্রবল।

তবে সৌদি আরব টেলিস্কোপ ব্যবহার করে চাঁদ দেখার সিদ্ধান্ত নেয়। যদি ২৯ মার্চ চাঁদ দেখা না যায়, তবে সেদেশেও ঈদ ৩১ মার্চ হবে। অন্যথায়, সৌদি আরবে ৩০ মার্চ ঈদ হতে পারে, ফলে বাংলাদেশসহ অন্যান্য দেশের সঙ্গে একদিনের ব্যবধান থাকতে পারে।

 

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!