সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

ঈদ জামাতে আলাদা কাতারে উপদেষ্টা আসিফ মাহমুদ, নেপথ্যে কী ঘটেছিল?



ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবার ঈদুল ফিতরের নামাজের আয়োজন করেছিল রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরোনো বাণিজ্যমেলার মাঠে। সোমবার (৩১ মার্চ) সেখানে নামাজ আদায় করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

নামাজের সময় তার কাতারে দাঁড়ানোর একটি ছবি ও এক দিক থেকে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করে। ছবিতে দেখা যায়, ইমামের ঠিক পেছনে একটি আলাদা কাতারে তিনি দাঁড়িয়েছেন, যেখানে আর কেউ নেই। এই দৃশ্য অনেকের মনে প্রশ্নের সৃষ্টি করে।

ঈদের জামাতে ইমামতি করেন ক্বারী গোলাম মোস্তফা, এবং বিকল্প ইমাম হিসেবে ছিলেন মুফতি জুবাইর আহমদ আল-আযহারী।

তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার বিষয়টি অনুসন্ধান করে। তারা একটি লাইভ ভিডিও বিশ্লেষণ করে দেখতে পায়, আসিফ মাহমুদ শুরুতে অন্য মুসুল্লিদের সঙ্গে প্রথম কাতারেই দাঁড়িয়েছিলেন। নামাজ শুরুর আগে ইমাম সবাইকে দাঁড়ানোর আহ্বান জানান। তখন বিকল্প ইমাম মুফতি জুবাইর আহমদ আল-আযহারী ইমামের ডান পাশে একটু পেছনে দাঁড়ান। এরপর মাইকে ঘোষণা করা হয়, প্রথম কাতার থেকে যেকোনো একজনকে ইমামের বাঁ পাশে একটু পেছনে দাঁড়ানোর জন্য। কয়েকজনের পরামর্শে আসিফ মাহমুদ সামনে এসে দাঁড়ান।

ভিডিও বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে যে, তিনি শুরুতেই আলাদা কাতারে দাঁড়াননি, বরং ইমামের আহ্বান ও উপস্থিত ব্যক্তিদের পরামর্শে সেখানে দাঁড়ান।

এ বিষয়ে বিকল্প ইমাম মুফতি জুবাইর আহমদ আল-আযহারী জানান, ‘ইমামের সঙ্গে বিকল্প ইমাম দাঁড়ানোর নিয়ম রয়েছে। এক পাশে কেউ দাঁড়ালে অন্য পাশ ফাঁকা থেকে যায়। পেছনে জায়গা সংকুলান হচ্ছিল না, তাই সামনে আরেকজনকে দাঁড়ানোর প্রয়োজন হয়। প্রশাসনের অনুরোধে উপদেষ্টা আসিফ মাহমুদ সেখানে এসে দাঁড়ান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন