যুক্তরাষ্ট্রের মধ্য-পূর্বাঞ্চলে সম্প্রতি ভয়াবহ ঝড়ে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, টেনেসি, কেনটাকি, মিসৌরি, ইন্ডিয়ানা এবং আরকানসাসে ঝড় ও টর্নেডোর কারণে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তাঘাট প্লাবিত হয়েছে।
টেনেসির পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে—সেখানে মারা গেছে ১০ জন। কেনটাকিতে বন্যার তোড়ে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। মিসৌরিতে দুইজন এবং ইন্ডিয়ানায় একজন মারা গেছে বলে জানা গেছে। আরকানসাসে এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ঝড়ের কারণে লক্ষাধিক মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এনডব্লিউএস জানিয়েছে, রবিবার টেনেসি ও লোয়ার মিসিসিপি উপত্যকায় মারাত্মক বজ্রঝড় ও টর্নেডোর আশঙ্কা রয়েছে।
বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ও বিধ্বংসী হয়ে উঠছে।