
বাংলাদেশ ডাক বিভাগ গ্রীষ্মকালীন মৌসুমী ফল পরিবহনের জন্য বিশেষ সেবা চালু করেছে। এখন থেকে দেশের ২৫টি জেলায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আম পৌঁছে দেবে তারা।
ডাক অধিদপ্তরের পরিচালক কবির আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিড পোস্ট সেবার মাধ্যমে রাজশাহী, ঢাকা, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, ফরিদপুর, যশোর, বগুড়া, কুড়িগ্রামসহ ২৫টি জেলায় ২৪ ঘণ্টায় আম পৌঁছে দেওয়া হবে।
এছাড়া রাঙামাটি, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারসহ আরও ২৩টি জেলায় ৪৮ ঘণ্টার মধ্যে ডেলিভারি দেওয়া হবে।
সেবাটি নিতে গ্রাহকদের নিকটস্থ পোস্ট অফিসে গিয়ে স্পিড পোস্ট কাউন্টারে বুকিং দিতে হবে। প্রথম কেজির জন্য ডাকমাশুল ১০ টাকা এবং পরবর্তী প্রতি কেজিতে ৫ টাকা হারে খরচ প্রযোজ্য। সর্বোচ্চ ৩০ কেজি পর্যন্ত আম পাঠানো যাবে।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা চালু রয়েছে।





