সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নে তালতলা বশিরপুর মসজিদ দেখে খুবই আনন্দ ও খুশি লাগছে। আমার গ্রামের নান্দনিক এই মসজিদের কাজ শেষ হয়েছে এবং কাজকর্ম দেখতে খুবই সুন্দর হয়েছে। এই সৌন্দর্যকে আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে তিনির সন্তুষ্টি পাওয়ার আশায়, গভীর ধ্যানে বিশ্বাসে মুগ্ধ হয়ে, দুনিয়ার সব লোভ লালসা, অহংকার ত্যাগ করে নামাজ বন্দেগী করব, তখনই মসজিদের মান-মর্যাদা আল্লাহর কাছে বেশি গ্রহনযোগ্যতা পাবে।
পৃথিবীতে যত মসজিদ আছে তা জান্নাতের টুকরা হিসাবে আমরা বিশ্বাস করি। আর সেই মসজিদ গুলো হউক খেজুর পাতার ছানি বা ইট পাথরে মুজাইক কষ্টি ধাতুতে মোড়ানো, আল্লাহর কাছে মান-মর্যাদার কোনো পার্থ্যক্য নেই। দুনিয়ার সব মসজিদগুলো পৃথিবীর সব আদর্শের আলোর বর্ত্তিকা বহন করে বিশ্বাসী মুমিন মুসলমানদের কাছে আহবান করতে থাকে, উদারতার সহনশীলতার, হীন ও ক্ষুদ্রতা হতে বাঁচার। সুতরাং আমরা যারা গ্রহণ করি, আমাদেরই দুনিয়া আখেরাতে মঙ্গল সাধিত হয়, মসজিদে ইবাদতে মানবিক শিক্ষা দেয়, হিংসা বিদ্বেষ অহংকার ত্যাগ করে সব সময় আল্লার কাছে প্রার্থনা রাখা, হে আল্লাহ ক্ষুদ্র করো না আমাদের হৃদয়ের পরিসর, যেন তোমার আকিদা বিশ্বাসে ইহকাল পরকালের অসীম রহমত বরকত পাওয়ার আশায় মানুষকে ছোট বড় না ভেবে মনের গভীরে ঠাঁই করে নিতে পারি, সেই শক্তি বিশ্বাস দান কর।
আমি ব্যক্তিগতভাবে আমার গ্রামবাসীর কাছে আশা রাখব, এলাকার জনগণ যেন ন্যায় নীতি সুবিচার মানবতা ও মনুষ্যত্বের আদর্শ দিয়ে একমাত্র পরম স্রষ্ঠার রহমত বরকত পাওয়ার সন্ধান করি। পরম করুনাময়ের কাছে ইহকাল এবং পরকালের কল্যাণ সাধনে মসজিদে নামাজ বন্দেগীর মাধ্যমে ইবাদত করি। আর সেই খাঁস ইবাদতে আমাদের এলাকা গ্রাম ইউনিয়ন থানা জেলা দেশ বা সমগ্র বিশ্বের কল্যাণ সাধিত হয়। আমরা আমাদের নিজের জন্য, কিন্তু আল্লাহ পাক সমগ্র সৃষ্টি ও পৃথিবীর সকল মানুষের জন্য। আমাদের মনে প্রাণে ইবাদতে সেই বিশ্বাস ধারণ করতে পারি। ন্যায় নীতিতে, সুবিচার এ বিশ্বে কাকেও যেন ভয় না করি, সেই দীক্ষা শক্তি যেন আল্লাহ দান করেন। মসজিদ যতই কারুকার্য্য বা সুন্দর পাথরে মোড়ানে থাকে না কেন খেজুরপাতার মসজিদেরও মূল্য আল্লার কাছে এই মর্যাদার। ইবাদত বন্দেগী করুনা পাওয়ার একমাত্র মাধ্যম কত গভীর বিশ্বাস স্থাপনে নামাজ রোজা করছি। আমার এলাকার বৃদ্ধ আবাল বণিতা ভাই বন্ধু ও তরুণ প্রজন্মের কাছে মসজিদের পবিত্রতা ঈমান আকিদার সৌন্দর্য্য রক্ষার্থে আপনাদের দায়িত্ব অসীম। আল্লাহ আমাদের মসজিদকে কবুল করুন আমীন ।
লেখক: আমেরিকা প্রবাসী সমাজসেবক