
চলতি ২০২৪-২৫ অর্থবছর থেকে ৩৯টি সরকারি ও বেসরকারি সেবা গ্রহণে বাধ্যতামূলক করা হয়েছে বার্ষিক আয়কর বিবরণী (রিটার্ন) দাখিলের প্রমাণপত্র। রিটার্ন ছাড়া এখন এসব সেবা থেকে বঞ্চিত হতে পারেন নাগরিকরা।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, করজাল সম্প্রসারণ, স্বচ্ছতা বৃদ্ধি এবং করব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। যারা রিটার্ন দাখিলের আওতাভুক্ত, শুধু তাদের ক্ষেত্রেই এই বাধ্যবাধকতা প্রযোজ্য হবে।
সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি দপ্তরগুলোকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে, রিটার্ন দাখিলের প্রমাণ ছাড়া এসব সেবা দেওয়া যাবে না। কোনো কর্মকর্তা নিয়ম ভঙ্গ করলে, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে এনবিআর।
আগে কিছু কিছু সেবায় রিটার্নের বাধ্যবাধকতা থাকলেও এবার তালিকা হালনাগাদ করে ১৩টি সেবা বাদ দেওয়া হয়েছে। বর্তমানে ৩৯টি সেবার জন্য রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রদর্শন আবশ্যক।
যেসব সেবায় রিটার্ন বাধ্যতামূলক:
১. ২০ লাখ টাকার বেশি ঋণ নেওয়া
২. কোম্পানির পরিচালক বা শেয়ারহোল্ডার হওয়া
৩. আমদানি-রপ্তানি সনদ গ্রহণ/নবায়ন
৪. ট্রেড লাইসেন্স নবায়ন
৫. সাধারণ বিমার সার্ভেয়ার লাইসেন্স
৬. জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয়/হস্তান্তর
৭. পেশাজীবী সংগঠনের সদস্যপদ নবায়ন
৮. বিবাহ নিবন্ধনের লাইসেন্স
৯. ব্যবসায়িক সংগঠনের সদস্যপদ
১০. দলিল লেখক/ভেন্ডার লাইসেন্স
১১. ড্রাগ, ফায়ার, পরিবেশ ও বিএসটিআই লাইসেন্স
১২. বাণিজ্যিক ও শিল্প গ্যাস সংযোগ
১৩. আবাসিক গ্যাস সংযোগ
১৪. বিদ্যুৎ সংযোগ
১৫. নৌযানের সার্ভে সার্টিফিকেট
১৬. ইটভাটার লাইসেন্স
১৭. ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি
১৮. কোম্পানির এজেন্সি/ডিস্ট্রিবিউটরশিপ
১৯. আগ্নেয়াস্ত্রের লাইসেন্স
২০. আমদানির জন্য ঋণপত্র খোলা
২১. ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত
২২. ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র
২৩. জাতীয় নির্বাচনে প্রার্থিতা
২৪. প্রশাসনিক/ব্যবস্থাপনায় বেতন গ্রহণ
২৫. ১০ম গ্রেড বা তার উপরের সরকারি চাকরি
২৬. মোবাইল ব্যাংকিং কমিশন গ্রহণ
২৭. কনসালটেন্সি বা ক্যাটারিং সেবা
২৮. বিমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট
২৯. বড় মোটরযান নিবন্ধন/মালিকানা হস্তান্তর
৩০. এনজিওর বিদেশি অনুদান ছাড়
৩১. ই-কমার্স লাইসেন্স নবায়ন
৩২. ক্লাবের সদস্যপদ
৩৩. সরকারি দরপত্রে অংশগ্রহণ
৩৪. পণ্য আমদানি/রপ্তানি
৩৫. রাজউকসহ উন্নয়ন কর্তৃপক্ষের নকশা অনুমোদন
৩৬. বাড়ি ভাড়া বা লিজ প্রদান
৩৭. নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানে পণ্য/সেবা সরবরাহ
৩৮. হোটেল, হাসপাতাল ও কমিউনিটি সেন্টারের লাইসেন্স
৩৯. সামাজিক/করপোরেট অনুষ্ঠান আয়োজনের জন্য কমিউনিটি সেন্টার ভাড়া
এনবিআর আশা করছে, নতুন এ বাধ্যবাধকতা কর ব্যবস্থাকে আরও শক্তিশালী ও স্বচ্ছ করবে।




