
লয়লুছ মিয়া। ছবি: প্রতিনিধি
বালাগঞ্জের আলোচিত লয়লুছ মিয়া হত্যা মামলার (মামলা নং-০২, ১৩মে ২০২৫) ৭জন আসামীর জামিন নামঞ্জুর করেছেন সিলেট জেলা ও দায়রা জজ আদালত। হাইকোর্টের নির্দেশনা মোতাবেক মামলার এজাহারভুক্ত ওই ৭জন আসামী আজ সোমবার
(২১ জুলাই) সকালে আদালতে হাজিরা প্রদানের মাধ্যমে জামিন প্রার্থনা করেন। জামিন শুনানী শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আশফাকুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। জামিন নামঞ্জুরকৃত এজাহারভূক্ত আসামীরা হলেন, মামুনুর রশীদ মামুন, রোমন মিয়া, শিমুল মিয়া, শ্যামল মিয়া, ফেরদৌস মিয়া, হারুন মিয়া এবং মন্নান মিয়া। মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মো.
খালেদ জুবায়ের এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১০মে বালাগঞ্জ উপজেলা সদরে সংঘর্ষে গুরুতর আহত স্থানীয় সিরিয়া গ্রামের লয়লুছ মিয়া (৫৫) চিকিৎসাধীন অবস্থায় ঘটনার পরদিন ১১মে ঢাকায় মারা যান। এ ঘটনায় নিহতের ভাতিজা মো. সুমন মিয়া বাদী হয়ে বালাগঞ্জ থানায় ১২জনের নামউল্লেখসহ মামলা দায়ের করেন (মামলা নং-০২, ১৩ মে ২০২৫)। আদালতে বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট খালেদ জুবায়ের। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আশিক উদ্দিন।



