সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে জুলাই মাসজুড়ে বিজিবির অভিযানে ২৫ কোটির চোরাই পণ্য জব্দ



ছবি: সংগৃহীত

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তজুড়ে জুলাই মাসজুড়ে চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পরিচালিত ১০টি অভিযানে ২৫ কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় পণ্য, মাদকদ্রব্য এবং অবৈধভাবে উত্তোলন করা পাথর পরিবহনের নৌযান জব্দ করা হয়েছে।

বিজিবির তথ্য অনুযায়ী, সীমান্তবর্তী সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, সোনারহাট, বাংলাবাজার, পান্থুমাইসহ ১৩টি সীমান্ত পয়েন্টে অভিযান চালানো হয়। জব্দকৃত পণ্যের তালিকায় রয়েছে ভারতীয় শাড়ি, চিনি, সুপারি, ফেসওয়াশ, হেয়ার অয়েল, অলিভ অয়েল, চকলেট, শ্যাম্পু, বডি স্প্রে, গরু, মহিষসহ বিভিন্ন প্রসাধনী ও খাদ্যপণ্য। পাশাপাশি বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন ও শিং মাছও জব্দ হয়।

অভিযানে ব্যবহৃত বেশ কিছু ইজিবাইক, মোটরসাইকেল ও নৌযানও আটক করা হয়েছে, যেগুলো চোরাপথে পাথর পরিবহনে ব্যবহৃত হতো। কিছু অভিযানে সেনাবাহিনীর সহায়তায় পরিত্যক্ত গোডাউন থেকে বিপুল পরিমাণ মাদকসদৃশ প্রসাধনী ও চা-পাতা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, ১৮, ২৪ ও ২৬ জুলাইসহ একাধিক অভিযানে কোটি কোটি টাকার মালামাল জব্দ করা হলেও কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি, কারণ তারা অভিযান টের পেয়ে পালিয়ে যায়।

৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, “সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চলমান থাকবে।” সংশ্লিষ্টরা বলছেন, বিজিবির গোয়েন্দা নজরদারি ও সক্রিয় তৎপরতা সীমান্তে চোরাচালান প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন