
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি চূড়ান্ত করা হয়েছে। এতে রয়েছে ২৬টি দফা, যার প্রথমাংশে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে।
ঘোষণাপত্রের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজকের পাঠ অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য ও আহতদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এদিকে জুলাই দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে সকাল ১১টা থেকে শুরু হয়েছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৫টায় ঘোষণাপত্র পাঠের পর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে অনুষ্ঠিত হবে ড্রোন ড্রামা। রাত ৮টায় আয়োজনের সমাপ্তি ঘটবে আর্টসেল ব্যান্ডের পরিবেশনার মধ্য দিয়ে।
অনুষ্ঠানের আয়োজক সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সহযোগিতায় রয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
ডিএমপি অনুরোধ করেছে, আয়োজন ঘিরে সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় যানচলাচলে বিকল্প সড়ক ব্যবহারে সহযোগিতা করতে।