শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

হৃদরোগ চিকিৎসায় স্টেন্টের দাম কমালো সরকার



 

ছবি: সংগৃহীত

হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ চিকিৎসা উপকরণ করোনারি স্টেন্টের দামে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। আন্তর্জাতিক ব্র্যান্ডের কিছু স্টেন্টে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত মূল্য হ্রাস করে নতুন সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (৪ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ওষুধ প্রশাসন-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে অ্যাবট, বোস্টন সায়েন্টিফিক ও মেডট্রনিক কোম্পানির বেশ কয়েকটি স্টেন্টের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

দামের পরিবর্তনের কিছু উল্লেখযোগ্য দৃষ্টান্ত:

মেডট্রনিকের ‘রিজলিউট অনিক্স’ স্টেন্ট: ১,৪০,৫০০ টাকা → ৯০,০০০ টাকা

বোস্টনের ‘সিনার্জি এক্সডি’: ১,৮৮,০০০ টাকা → ১,০০,০০০ টাকা

অ্যাবটের ‘জায়েন্স প্রাইম’: ৬৬,৬০০ টাকা → ৫০,০০০ টাকা

মেডট্রনিকের ‘অনিক্স ট্রুকর’: ৭২,৫০০ টাকা → ৫০,০০০ টাকা

এছাড়া বেশ কিছু স্টেন্টের দাম ৩,০০০ থেকে ৭,০০০ টাকা পর্যন্ত কমানো হয়েছে, এবং কিছু স্টেন্টের মূল্য অপরিবর্তিত রয়েছে।

প্রজ্ঞাপনে হাসপাতালগুলোকে দাম তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সার্ভিস চার্জ ৫ শতাংশের বেশি না রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই মূল্যহ্রাস দেশের হৃদরোগীদের জন্য বড় স্বস্তির বার্তা। চিকিৎসা ব্যয় কমে আসায় সরকারি ও বেসরকারি উভয় হাসপাতালে রোগীরা আরও সাশ্রয়ী মূল্যে উন্নত সেবা গ্রহণ করতে পারবেন।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন