সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

ডায়াবেটিস হলে ৭টি লক্ষণ দেখা দিতে পারে পায়ে



ছবি:-সংগৃহীত

বর্তমানে ডায়াবেটিস আর শুধু বয়স্কদের রোগ নয়—অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অনিয়ম, মানসিক চাপ ও স্ট্রেসের কারণে অল্প বয়সেই অনেকে এই রোগে আক্রান্ত হচ্ছেন। সময়মতো নিয়ন্ত্রণে না আনলে কিডনি, হার্ট, চোখ ও স্নায়ুতন্ত্রে মারাত্মক প্রভাব ফেলতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিসের কিছু লক্ষণ পায়ে প্রকাশ পায়। নিচের ৭টি লক্ষণ দেখা দিলে দ্রুত সতর্ক হওয়া জরুরি:

1. পায়ে ব্যথা, জ্বালা, ঝিনঝিনি ভাব, লালচে রঙ ও অসাড়তা

2. পায়ে ক্ষত বা ঘা শুকাতে বিলম্ব

3. বুড়ো আঙুলের নিচে বা পায়ের নিচে ফোসকা বা আলসার

4. পায়ের গঠন বা আকৃতির পরিবর্তন

5. পায়ের ত্বক শুকিয়ে যাওয়া, চামড়া ফাটা বা ওঠা

6. ত্বকের স্বাভাবিক রঙের পরিবর্তন

7. গোড়ালি বা পায়ে ফোলা

 

চিকিৎসকদের পরামর্শ, এই লক্ষণগুলো অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেওয়া উচিত। সময়মতো ব্যবস্থা নিলে ডায়াবেটিসজনিত জটিলতা এড়ানো সম্ভব।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন