সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী বলেছেন, বালাগঞ্জের উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিক, সাংবাদিকসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও সুধিজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, দায়িত্ব পালনে সরকারি কর্মকর্তাদের নিজ নিজ কাজের স্বচ্ছতা বজায় রাখতে হবে।
বালাগঞ্জ উপজেলা হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ। অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. ফরিদ উদ্দিন ভূইয়া, বালাগঞ্জ উপজেলা বিএনপির
সাধারণ সম্পাদক ও পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.মুজিবুর রহমান, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. আব্দুল জলিল, খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মিসবাহ উদ্দিন মিসলু, সাধারণ সম্পাদক কবি মীম হুসাইন, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মকবুল মিয়া, সাধারণ সম্পাদক কাওছার আহমদ, বিএনপি নেতা জামাল আহমদ খলকু, মাসুক মিয়া, বালাগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি শাহাব উদ্দিন শাহীন, সহ সাধারণ সম্পাদক হেলাল আহমদ, সাংবাদিক শামীম আহমদ, আবুল কাসেম অফিক, জাকির হোসেন প্রমুখ।