রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

গাজায় পৌঁছাতে দেরি হবে, জানালেন আলোকচিত্রী শহিদুল আলম



ফিলিস্তিনের গাজায় আজ (৫ অক্টোবর) পৌঁছানোর কথা থাকলেও যাত্রায় আরও দেরি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী ও দৃক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম।

রোববার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

শহিদুল আলম লেখেন,

“শান্ত সমুদ্র আর উজ্জ্বল রোদ। গতরাতটা খোলা ডেকে ঘুমিয়েছি আমি। আজ আমাদের গাজায় পৌঁছানোর কথা ছিল; কিন্তু ছোট নৌকাগুলোর কাছাকাছি থাকার জন্য গতি কমানো হয়েছে। ফলে পৌঁছাতে আরও দেরি হবে। তবে বিপদের এলাকা তার আগেই শুরু হয়, আর কোথায় বা কখন আটকানো হতে পারি—তা বলা কঠিন।”

বর্তমানে শহিদুল আলম আছেন ‘কনশানস’ (Conscience) নামের একটি নৌযানে, যা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (FFC) এবং থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (TMTG)—এই দুটি আন্তর্জাতিক মানবিক উদ্যোগের অংশ হিসেবে গাজার উদ্দেশে যাত্রা করছে।

এই নৌবহরের লক্ষ্য ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!