রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

সালমান শাহ হত্যা মামলার আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা



ছবি: সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। এ বিষয়ে রমনা থানা থেকে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশে মামলাটি পুনরায় তদন্তাধীন রয়েছে। তাই আসামিরা যেন দেশ ত্যাগ করতে না পারেন, সেই লক্ষ্যে রমনা থানা থেকে সব বিমান ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী মামলার তদন্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে। এজন্য কোনো আসামি যেন দেশ ছাড়তে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। সেই সময় অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক দাবি করেন, এটি আত্মহত্যা।

তবে সালমান শাহর পরিবার শুরু থেকেই এই দাবি প্রত্যাখ্যান করে আসছে। তাদের অভিযোগ, সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু দীর্ঘদিনের তদন্তে বিভিন্ন সংস্থা বারবার প্রতিবেদনে মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করে। এতে আপত্তি জানিয়ে সালমান শাহর মা নীলা চৌধুরী রিভিশন আবেদন করেন।

এরপর ২০ অক্টোবর মহানগর দায়রা জজ আদালত সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন। আদালতের নির্দেশের ২৪ ঘণ্টা না পেরোতেই রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এরপরই পুলিশ নতুন করে তদন্ত শুরু করে।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, পুনঃতদন্তে নতুন তথ্য, সাক্ষ্য ও প্রমাণ যাচাইয়ের কাজ চলছে।

সালমান শাহ হত্যা মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে প্রধান আসামি অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক।

অন্য আসামিরা হলেন— প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রিজভী আহমেদ ফরহাদ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!