
পাঁচ দফা দাবিতে রাজধানীর পল্টনে জড়ো হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট আটটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, নভেম্বর মাসেই গণভোট আয়োজন এবং নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবিতে আজ মঙ্গলবার সমাবেশের আয়োজন করেছে যুগপৎ কর্মসূচি পরিচালনাকারী এই আটটি সমমনা দল।
সমাবেশকে কেন্দ্র করে কাকরাইল হয়ে নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। কোনো যানবাহনকে পল্টন মোড়ে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।
বেলা ২টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে পল্টনে আসতে শুরু করেছেন।
সমাবেশে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রয়েছে— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি ।



