রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

গণভোট অধ্যাদেশ অনুমোদনের পর গেজেট প্রকাশ



ছবি সংগৃহীত

উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর ‘গণভোট অধ্যাদেশ, ২০২৫’ জারি করে গেজেট প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়।

এর আগে একই দিন সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়।

আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন করা হবে। এর মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে জনগণের মতামত নেওয়া হবে।

অধ্যাদেশ অনুযায়ী—

  • নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে নির্ধারিত প্রক্রিয়া অনুসারে গঠন করা হবে।

  • আগামী জাতীয় সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট। জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতার অনুমোদন প্রয়োজন হবে।

  • সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধীদলীয় ডেপুটি স্পিকার নির্বাচন, সংসদীয় কমিটির সভাপতিত্ব, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে উল্লিখিত ৩০টি বিষয়ে জুলাই সনদের যে ঐকমত্য রয়েছে, তা বাস্তবায়নে আগামী জাতীয় নির্বাচনে জয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে।

  • জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে।

অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে, গণভোটে চারটি মূল বিষয়ের ওপর একটি প্রশ্ন উপস্থাপন করা হবে— আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই সনদে উল্লেখিত সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি সম্মতি দিচ্ছেন? (হ্যাঁ/না)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত সব ভোটকেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে। একইসঙ্গে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা সংশ্লিষ্ট এলাকায় গণভোট পরিচালনার দায়িত্বেও নিয়োজিত থাকবেন বলে অধ্যাদেশে বলা হয়েছে।

গণভোট বিধিমালা প্রণয়ন করবে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, গণভোট অধ্যাদেশ অনুযায়ী ‘গণভোট বিধিমালা ২০২৫’ চূড়ান্ত করতে দুই–একদিন সময় লাগবে। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার প্রক্রিয়া শুরু হবে।

তিনি আরও জানান, অধ্যাদেশ জারির পর বুধবার (২৬ নভেম্বর) কমিশন বৈঠকে বসে বিধিমালা প্রস্তুতের কাজ শুরু করবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!