
ছবি সংগৃহীত
সিলেটের আলিয়া মাঠে শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকেই সমাবেশকে ঘিরে সমমনা আট দলের নেতাকর্মীদের জড়ো হতে দেখা গেছে। বাসসহ নানা ধরনের যানবাহনে করে তারা ওই মাঠে পৌঁছান। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজন, নির্বাচনে সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দফা দাবি এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করার লক্ষ্যে সিলেটে ইসলামী ও সমমনা আট দলের এই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
জানা গেছে, শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১২টা থেকে শুরু হওয়া সমাবেশটি আসরের আগেই শেষ করার পরিকল্পনা রয়েছে। সমাবেশ সফল করতে আট দলের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট সিটি কর্পোরেশনসহ সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার পক্ষ থেকে সমাবেশ বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।
সমাবেশে আট দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। বক্তাদের মধ্যে রয়েছেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ ফয়জুল করিম পীর সাহেব চরমোনাই, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সারওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার কেন্দ্রীয় সহসভাপতি রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)-এর সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন।





